বিএনপির কর্মসূচি ৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত

অনলাইন ডেস্ক: এক দফা দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি। ৭ অক্টোবর শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়ে ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে এই লাগাতার কর্মসূচি শেষ হবে। আজ বৃহস্পতিবার কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল/সমাবেশ ও ১৪ অক্টোবর অনশন, এক দফার দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন এবং ১৬ অক্টোবর যুব কনভেনশন করবে। বিএনপির সূত্রে এ খবর জানা গেছে, বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এসব কর্মসূচি পালন করবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,দুপুর ২:৫২
  • ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৫ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন